শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে খুলনা রেলওয়ে পুলিশের বিশেষ আয়োজন 

খুলনা বুরো 

ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে খুলনা রেলওয়ে পুলিশের বিশেষ আয়োজন 

খুলনা রেলওয়ে স্টেশনে তথ্য ও অভিযোগ কেন্দ্রের উদ্বোধন করেন খুলনা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার মো. রবিউল হাসান। রেলওয়েতে ভ্রমণ সংক্রান্ত যাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে তথ্য ও অভিযোগ কেন্দ্র হতে এনআইডি কার্ডের মাধ্যমে রেলওয়ে সেবা অ্যাপসে একাউন্ট খোলাসহ যে কোন পুলিশি সেবা ও সহযোগীতা প্রদানে খুলনা রেলওয়ে পুলিশের এই আয়োজন। 

এই সেবাকেন্দ্র থেকে রেলের অবস্থান, আগমন, প্রস্থান ও বিলম্ব হলে এ সংক্রান্ত তথ্যসমূহ বাংলাদেশ রেলওয়ের সঙ্গে সমন্বয় করে প্রদান করা হবে।  এছাড়াও যাত্রীদের সুস্থ্য বিনোদনের জন্য তথ্য ও অভিযোগ কেন্দ্রে লাইব্রেরি স্থাপন করা হয়েছে। স্টেশনে অপেক্ষমান যাত্রীরা এই লাইব্রেরি থেকে বই নিয়ে স্টেশনে বসে পড়তে পারবেন। 

ওই লাইব্রেরির বইয়ের তালিকায় দেশের মুক্তিযুদ্ধ, ইসলামিক, সাইন্স ফিকশান, শিশুতোষ বই, গদ্য কার্টুন, ছড়ার বইসহ খ্যতিমান অনেক লেখক, কবি ও সাহিত্যিকদের সাহিত্য কর্ম রয়েছে। ক্রমান্বয়ে খুলনা রেলওয়ে পুলিশের আওতাধীন যশোরসহ সকল বড় স্টেশনে তথ্য ও অভিযোগ কেন্দ্র এবং লাইব্রেরী উদ্বোধন করা হবে। 

তথ্য ও অভিযোগ কেন্দ্র উদ্বোধনকালে খুলনা রেলওয়ে স্টেশনে উপস্থিত ছিলেন ভারতীয় অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মাখন লাল বিশ্বাস। 

টিএইচ